Home / উপজেলা সংবাদ / কচুয়ায় শেষ বিদায় নিলেন ইসমাইল মিয়াজী
বিদায়

কচুয়ায় শেষ বিদায় নিলেন ইসমাইল মিয়াজী

চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল ইসলাম রনির’র ছোট ভাই, সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার সম্মানিত উপদেষ্টা ও রাজনৈতিক পরিবারের সন্তান মো. ইসমাইল হোসেন মিয়াজী আর বেচেঁ নেই (ইন্নালি…..রাজিউন)। তিনি দীর্ঘদিন ডায়েবেটিস ও কিডনিজনিত রোগের আক্রান্ত হয়ে রবিবার সকাল ৯ টায় ঢাকার বনশ্রীর নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে, ১ ভাই ও ৫ বোনসহ বহুগুনগ্রাহী রেখে রেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। ওইদিন রবিবার ঢাকায় একটি ও একই দিন বাদ আছর জানাজাসহ মোট ২টি জানাজা শেষে মরহুমের লাশ উপজেলার আটোমোড় গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের জানাজায় বিশিষ্ট সমাজসেবক এমদাদুল হক মিয়াজী, পাথৈর ইউপি চেয়ারম্যান আলী আক্কাস মোল্লা, সাবেক ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম মিয়াজী, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, অধ্যক্ষ আজিজুর রহমান মিন্টু, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান স্বপন, বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিল্লাল হোসেন সরকার, পাথৈর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক মো. আলমাছ মিয়াজী, ইউপি সদস্য বাবুল মিয়াজীসহ এলাকার কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান জানাজায় অংশগ্রহন করেন। পরে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসমাইল মিয়াজীকে তার বড় ভাই প্রয়াত সাবেক সংদস সদস্য রফিকুল ইসলাম রনির কবরের পাশে শায়িত করা হবে। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ব্যাক্তিজীবনে তিনি একজন প্রতিবাদী, সৎ-সাহসী ও নীতিবান মানুষ হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন। অন্যদিকে তার মৃত্যুতে কচুয়া উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ¦ মোশাররফ হোসেন মিয়াজী শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৪ নভেম্বর ২০২৪