চাঁদপুরের শাহরাস্তির মেহের দক্ষিন ইউনিয়ন জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার বিকেলে ইউনিয়ন জামায়াতের আয়োজনে দেবকরা মারগুবা ডঃ শহিদুল্লাহ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
মেহের দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর এস এম আব্দুল আউয়ালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার সহকারী সেক্রেটারি ও চাঁদপুর-৫, শাহরাস্তি-হাজিগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হোসাইন।
তিনি বলেন আল্লাহর আইন কায়েমের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
ইউনিয়ন জামায়াতে নায়েবে আমীর মাস্টার মোঃ মোস্তাফিজুর রহমান ও সেক্রেটারি এস এ মায়াজের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা আমীর মোঃ মোস্তফা কামাল, নায়েবে আমীর বাদশাহ ফয়সাল, উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ মাইন উদ্দিন। উপস্থিত ছিলেন জামায়েত ইসলামী নেতা মাওলানা আমিনুল ইসলামসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন ও প্রত্যেক ওয়ার্ডের দায়িত্বশীল ও জনশক্তিবৃন্দ।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২২ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur