চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা জামায়াত নেতা হাফেজ আব্দুর রব ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে চাঁদপুরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি উপজেলার বালিথুবা ইউনিয়ন জামায়াতের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হাফেজ আব্দুর রব দেড় মাস পূর্বে হৃদরোগে আক্রান্ত হন। ঢাকা চিকিৎসা গ্রহণ করে ডাক্তারের নির্দেশনা অনুসারে বাড়িতে অবস্থান করছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে হঠাৎ করে শারীরিক পরিস্থিতির অবনতি হলে দ্রুত তাকে চাঁদপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২ টায় সেখানেই তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিঊন।) শুক্রবার বা’দ জুম’আ জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা কবে। কর্মজীবনে তিনি ফরিদগঞ্জ সকদিরামপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তিনি স্ত্রী, ৪ ছেলে এবং ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা জামায়াতের আমীর বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারি এ্যাডভোকেট শাহজাহান মিয়াসহ জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
প্রতিবেদক: শিমুল হাছান,২২ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur