বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে যে কয়েকজন নিষ্ঠাবান শিল্পী তাঁদের স্বকীয়তায় ও সুরের মূর্ছণায় মুগ্ধতা ছড়িয়েছেন, সমৃদ্ধ করেছেন রাবীন্দ্রিক আবহকে, শিল্পী পাপিয়া সারোয়ার নি:সন্দেহে তাঁদের মধ্যে অন্যতম বিশিষ্ট একজন।
পাপিয়া সারোয়ার দেশের বিশিষ্ট একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী।
জন্ম ২১ নভেম্বর বৃহত্তর বরিশালে। একজন প্রসিদ্ধ রবীন্দ্রসঙ্গীত শিল্পী হলেও ‘নাই টেলিফোন নাইরে পিয়ন নাইরে টেলিগ্রাম’ গানের মাধ্যমে সকলের কাছে তিনি জননন্দিত।
রবীন্দ্রসঙ্গীত চর্চায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ পাপিয়া সারোয়ার দেশে বিদেশে লাভ করেছেন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা। বাংলা একাডেমি শিল্পীকে ‘রবীন্দ্র পুরস্কারে ভূষিত করা ছাড়াও প্রদান করেছে সম্মাননাসূচক ফেলোশিপ।
শিল্পী আতিকুল ইসলাম,ওয়াহিদুল হক,ড.সনজীদা খাতুন, জাহিদুর রহিমের কাছ থেকে তিনি রবীন্দ্রসঙ্গীতে তালিম নেন এবং ১৯৬৬ সালে ছায়ানট থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন।
পাপিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিজ্ঞান বিভাগে পড়াশোনা সম্পন্ন করেন। স্বামী সারোয়ার আলম। এ দম্পতির দু’কন্যা সন্তান আছে। বড় মেয়ে জিশা কানাডীয় অর্থ মন্ত্রণালয়ের নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত।
(অভিনন্দনে মেসবা খান) ।
সম্পাদনায় -আবদুল গনি
চাঁদপুর টাইমস
২২ নভেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur