চাঁদপুর শহরের মিশন রোডে কথিত খাঁটি গরুর দুধের ভোক্তাদের সাথে অভিনবভাবে প্রতারণা করছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ী। এমন অভিযোগের ভিত্তিতে ২০ নভেম্বর বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয় অভিযান পরিচালনা করে।
তাদের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযানে দেখা যায়, অর্থলোভী একশ্রেণীর অসাধু ব্যবসায়ী খাঁটি গরুর দুধের নামে অত্যাধুনিক মেশিনের সাহায্যে নির্ণয় -পানি মিশ্রিত দুধ বিক্রি করছে।
ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে এমন অভিনব প্রতারণার দায়ে ২জন দুধ ব্যবসায়ীকে ৫ হাজার জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নূর হোসেন। অভিযানে সহযোগিতায় ছিল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং জেলা পুলিশের একটি চৌকশ টিম।
প্রতিবেদক: আশিক বিন রহিম,২১ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur