Home / চাঁদপুর / ‘চাঁদপুর হাসপাতালকে এক হাজার শয্যা করার জন্য তদবীর করবো’
হাসপাতাল

‘চাঁদপুর হাসপাতালকে এক হাজার শয্যা করার জন্য তদবীর করবো’

আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডাঃ অং সুই প্রুু মারমা।

১৯ নভেম্বর মঙ্গলবার রাত ৮ টার দিকে তিনি হঠাৎ করেই এই হাসপাতাল পরির্দশনে আসেন। এসময় তিনি হাসপাতালের জরুরী বিভাগ, ওয়ানস্টপ ইর্মাজেন্সি কেয়ার, অপারেশন থিয়েটার, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, শিশু ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনকালে বলেন, ‘আমি চাই চট্টগ্রাম বিভাগে স্বাস্থ্যসেবা আরো বেশি উন্নত হোক। সে জন্য কোথায় কি অবস্থা সেটি দেখার জন্যই আজকে হঠাৎ করে চাঁদপুরে আসা।
তিনি বলেন, এই হাসপাতালে যে পরিমান রোগী দেখেছি তাতে মনে হলো বেডের চেয়ে রোগীর সংখ্যা অনেক বেশি। এজন্য এই হাসপাতালে আমাদের সার্ভিস আরো বাড়ানো দরকার। তবে সেটি এই ভবনে হবেনা। এর জন্য মেডিকেল কলেজসহ ভবনের স্পেস অনেক বাড়াতে হবে।’

তিনি আরো বলেন, ‘হাসপাতালে যে লোকবল সংকট রয়েছে। তার জন্য শূন্য পদ গুলো দ্রুত সময়ের মধ্যে পূরন করার চেষ্টা করবো। একই সাথে চাঁদপুর সরকারি হাসপাতালটি ২৫০ শয্যা থেকে এক হাজার শয্যা হাসপাতালের অনুমোদনের জন্য তদবীর করবো।’

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দ্বীন,চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহাবুবুর রহমান, সহকারী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মোঃ মিজানুর রহমান, সিনিয়র কনসালটেন্ট (অর্থ) ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন, ডাঃ আনিসুর রহমান,সিনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) ডাঃ নাজমুল হক,রেসিডেন্ট ফিজিসিয়ান (আরপি) ডাঃ আসিফ ইকবাল, সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডাঃ রফিকুল হাসান ফয়সাল, সহকারী রেজিস্ট্রার (মেডিসিন) ডাঃ পীযূষ সাহা, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাঃ তাবেন্দা আক্তার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ সাখাওয়াত হোসেন, হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সৈয়দ আহমেদ কাজলসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কমিচারীবৃন্দ।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২০ নভেম্বর ২০২৪