চাঁদপুরের ফরিদগঞ্জ গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি বিএনপি নেতা মাহবুব মোরশেদ কচি পাটোয়ারী নানা লাঞ্ছনা ও হয়রানির মধ্যে দিয়ে প্রথম সভা সম্পন্ন করেন। ১৮ নভেম্বর সোমবার কলেজের সকল শিক্ষকদের উপস্থিতিতে এডহক কমিটির সভাপতি মাহবুব মোরশেদ কচি অত্যান্ত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে সভার কার্যক্রম শুরু করেন। শিক্ষকদের মন্তব্য নিয়ে বিভিন্ন প্রস্তাবনা রেজুলেশন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে ইসলামের ইতিহাসের অধ্যাপক হারুনুর রশিদকে পূর্বের অধ্যক্ষ হরিপদ চেয়ারে দায়িত্ব দেন।
এর আগে গত রোববার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে প্রবেশকে কেন্দ্র করে এম এ হান্নান গ্রুপের অনুসারিদের হাতে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের অনুসারি ও গল্লাক আদর্শ কলেজের সভাপতি মাহবুব মোরশেদ কচি ও বিদূৎসাহী সদস্য এরশাদ মাহমুদ শারিরিক ভাবে লাঞ্ছিত ও হেনস্থার শিকার হন। তাদেরকে টেনে হেচঁড়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়। পুলিশ ও সেনাবাহিনী এসে তাদেরকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করে উপজেলা নির্বাহী কাযার্লয়ে নিয়ে যায়।
গত ৬ নভেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয় ফরিদগঞ্জের গল্লাক আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটির অনুমোদন দেয়। এতে সভাপতি হিসেবে সাবেক এমপি লায়ন হারুনুর রশিদ গ্রুপের বিএনপি নেতা মাহবুব মোরশেদ কচি সভাপতি নিবার্চিত হন। গত শনিবার (১৬ নভেম্বর) কলেজ সভাপতির বাসভবনে দুটি সভা হওয়ার পর রোববার (১৭ নভেম্বর) সকালে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করার দিন ধার্য্য ছিল। কিন্তু সভাপতি পদে প্রতিদ্বন্ধী উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের অনুসারি উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল কালাম আজাদ এর পক্ষের লোকজন মতবিনিময় সভাকে বাঁধা দিতে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়।
প্রকাশ্য বাঁধাকে উপেক্ষা করে সোমবার নতুন এডহক কমিটির সভাপতি মাহবুব মোরশেদ কচি বৈঠকে বসেন এবং হরিপদ দাসের অনুপস্থিতিতে গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ হারুনুর রশিদকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১৮ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur