সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার লক্ষ্যে আগামি ডিসেম্বর মাসের মধ্যেই দেশের সব থানায় প্রতিনিধি কমিটি গঠন করবে জাতীয় নাগরিক কমিটি। রবিবার ১৭ নভেম্বর সকাল সোয়া ১০ টার দিকে নাগরিক কমিটির ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামি মাসের মধ্যেই বাংলাদেশের সকল থানায় জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি কমিটি গঠিত হবে। ব্যালট বিপ্লবের জন্য প্রস্তুত হোন। বাংলাদেশ পুনর্গঠন করুন। এর আগে ২ নভেম্বর ‘থানা পর্যায়ে কমিটি গঠনের নির্দেশনা’ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে জাতীয় নাগরিক কমিটি। এতে বলা হয়,সব কমিটিতে কমপক্ষে ২৫% নারী প্রতিনিধি থাকবেন।
কমিটির প্রতিনিধিদের মধ্যে থাকবেন শহীদ পরিবারের সদস্য ও অভ্যুত্থানে আহত হওয়া ব্যক্তিরা ৫%, সংখ্যালঘু প্রতিনিধি থাকবেন ৫%। কৃষক-শ্রমিক প্রতিনিধি থাকবেন ৫%। এছাড়া এলাকাভিত্তিক সব জাতিসত্তার প্রতিনিধিত্ব থাকবে কমিটিতে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেই আন্দোলনে নেতৃত্ব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরপর গত ৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারে প্রেশার গ্রুপ হিসেবে আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। ওইদিন নতুন এ রাজনৈতিক প্লাটফর্মের ৫৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
চাঁদপুর টাইমস রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur