টাকা নিয়ে পণ্য সরবরাহ না করা, চেক জালিয়াতিসহ প্রতারণার মামলায় দেশের শীর্ষস্থানীয় চাল ব্যবসায়ী আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানার পুলিশ।
আব্দুর রশিদ চালকল মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও রশিদ এগ্রো ফুডের কর্ণধার। কুষ্টিয়া মডেল থানার ওসি সিহাবুর রহমান সিহাব জানান, চাল ব্যবসায়ী আব্দুর রশিদের নামে অনেক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। এর মধ্যে রাজশাহীর পুঠিয়া থানার কৃষি উদ্যোক্তা আতিকুর রহমানের চেক জালিয়াতির মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, কৃষি উদ্যোক্তা আতিকুর রহমান ফিড মিলের কাঁচামাল কেনার জন্য আব্দুর রশিদকে চেকের মাধ্যমে ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ৮৬৭ টাকা অগ্রিম দেন। টাকা নেওয়ার পর দেড় বছর ধরে তিনি কোনো পণ্য দেননি। টাকা ফেরত চাইলেও সাড়া দেননি রশিদ। পরে ২০২৩ সালের ১৩ আগস্ট রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আব্দুর রশিদ ও তাঁর ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করেন আতিকুর রহমান। ওই মামলায় আদালত সমন জারি করলেও হাজির হননি আব্দুর রশিদ। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। অবশেষে পলাতক রশিদকে গতকাল পুলিশ গ্রেপ্তার করল।
পুলিশ সূত্র জানায়, আব্দুর রশিদের নামে সারাদেশে অন্তত ১১০টি মামলা রয়েছে। বিভিন্ন মামলায় তাঁর নামে শতাধিক ওয়ারেন্ট থাকলেও আওয়ামী লীগ আমলে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের ঘনিষ্ঠ হওয়ায় ছিলেন ধরাছোঁয়ার বাইরে। অবশ্য কিছু মামলায় তিনি জামিনও নিয়েছিলেন। => সমকাল
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur