Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / ‘তারুণ্য নির্ভর দেশ গড়তে গণঅধিকার পরিষদকে শক্তিশালী করতে হবে’
তারুণ্য

‘তারুণ্য নির্ভর দেশ গড়তে গণঅধিকার পরিষদকে শক্তিশালী করতে হবে’

গণঅধিকার পরিষদ উচ্চতর পরিষদের সদস্য আরিফুল ইসলাম তালুকদার বলেছেন, ‘তারুণ্য নির্ভর দেশ গড়তে গণঅধিকার পরিষদকে শক্তিশালী করতে হবে। তারুণ্য নির্ভর ছাত্র জনতার কাঙ্ক্ষিত রাজনৈতিক দল হিসেবে অবদান রাখতে গণঅধিকার পরিষদ কাজ করছে।’

১৫ নভেম্বর শুক্রবার বিকালে গনঅধিকার পরিষদ মতলব দক্ষিণের আয়োজনে রাজনৈতিক সম্প্রীতি সমাবেশে নিউ হোস্টেল মাঠে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে যেকোনো সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন গণ অধিকার পরিষদ,যুগপতা আন্দোলনে যে সকল রাজনৈতিক দলগুলো মাঠে ছিলো তাদের মতামত ও পরামর্শের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার হতেই হবে। আবারও বাংলাদেশে কর্তৃত্ববাদ, শেখ হাসিনা বাংলার মাটিতে আর ফিরে আসতে পারবে না। আমরা চাই উন্নত গণতন্ত্র, ভোটাধিকার, ন্যায়বিচার, বাকস্বাধীনতা। রাষ্ট্র সংস্কারে গণমত নিতে আমাদের দল সমাবেশ করে আসছে

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মতলবের কৃতি সন্তান নেয়ামত উল্লার সভাপতিত্বে ও আজমির খান উজ্জলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমীক গণঅধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, জেলা গনঅধিকার পরিষদের আহবায়ক কাজী রাসেল, যুগ্ন আহবায়ক সাংবাদিক জাকির হোসেন, সদস্য সচিব মাহমুদল হাসান, মতলব দক্ষিন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, উত্তর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল হক জিতু, যুগ্ম সদস্য সচিব সমিউল প্রধান, কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের ফারুক হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি জালাল হোসেন, সাধারন সম্পাদক এসএম শরিফ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের পাঠাগার বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন সুমন।

আরো বক্তব্য রাখেন জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, সাধারণ সম্পাদক নূরনবী, জেলা ছাত্র অধিকার পরিষদের অর্থ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ ।এসময় গণঅধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, ১৫ নভেম্বর ২০২৪