চাঁদপুরের ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে টিউবওয়েলসহ এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ।
১৫ নভেম্বর শুক্রবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকারের নির্দেশে এস আই মোঃ মাহাবুব ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পৌর এলাকার পশ্চিম বড়ালি গ্রামে অভিযান চালায় টিউবওয়েল চোর মোঃ মনির হোসেনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে। এরপর তার তথ্য মতে টিউবওয়েলটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর রাতে পৌর এলাকার পশ্চিম বড়ালি হাবিলদার আবুল কালামের বাড়ি থেকে ডিপ টিউবওয়েলটি চুরি হয়ে। এরপর মিনির হোসেন বাদি হয়ে ৩৭৯ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং ১৪/২৪৭।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোঃ হানিফ সরকার বলেন, টিউবওয়েল চোর মনিরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: শিমুল হাছান, ১৫ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur