Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / কালবেলায় মতলব দক্ষিণ প্রতিনিধি আল-আমিন ভূঁইয়া
কালবেলায়

কালবেলায় মতলব দক্ষিণ প্রতিনিধি আল-আমিন ভূঁইয়া

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক কালবেলায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি হয়েছেন আল-আমিন ভূঁইয়া।

১৫ নভেম্বর( শুক্রবার) থেকে এ নিয়োগ কার্যকর হয়।এর আগে ১০ নভেম্বর এক স্বাক্ষরে এ নিয়োগ দেন কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।

এদিকে ওই নিয়োগপত্রসহ পত্রিকার টি-শার্ট, প্যাডসহ উপহার সামগ্রী আল-আমিন ভূঁইয়ার হাতে তুলে দিয়ে তাকে শুভকামনা জানান দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়।

জানা যায়, আল-আমিন ভূঁইয়া ২০০৯ সালে স্থানীয় দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকায় মতলব প্রতিনিধি হিসেবে কাজ শুরুর মধ্য দিয়ে রিপোটিং জগতে প্রবেশ করেন। এরপর ক্রমান্বয়ে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দেশবার্তায় স্টাফ রিপোর্টার, দৈনিক বর্তমান দিনে মতলব প্রতিনিধি, সরকারি রেজিষ্ট্রেশনভুক্ত অনলাইন নিউজ পোর্টাল বিডি সমাচার২৪.কম, নবধারানিউজ২৪.কম, প্রাইম টিভিতে মতলব প্রতিনিধিসহ একাধিক মিডিয়ায় যুক্ত হয়ে কাজ করেছেন।

আরও জানা যায়, আল-আমিন ভূঁইয়া জা.বি থেকে বিবিএ, এমবিএ প্রথম শ্রেণিতে সফলভাবে উত্তীর্ণ হয়।বর্তমানে চাঁদপুর ল কলেজে এলএল.বি তে অধ্যয়নরত।তার গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে। তিনি ভূঁইয়া বাড়ির মৃত খোরশেদ আলম ভূঁইয়ার ছোট ছেলে। বর্তমানে তিনি মতলব দক্ষিণ উপজেলায় পৌর এলাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি সাংবাদিকতার পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।

এক সাক্ষাৎকারে আল-আমিন ভূঁইয়া বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি পাঠক জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলা। আমি এই পত্রিকার সহযাত্রী হয়ে পথচলা শুরু করলাম। চেষ্টা থাকবে পত্রিকার সুনাম ধরে রাখতে মতলব দক্ষিণের মাঠ পর্যায়ের প্রান্তিক সংবাদগুলোও এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা। আমাকে অর্পিত দায়িত্ব পালনে প্রেসক্লাবের নেতৃবৃন্দ, প্রশাসনসহ সুশীল ও রাজনৈতিক সমাজের সবাই সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করছি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৫ নভেম্বর ২০২৪