চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দালালচক্রের হয়রানি মুক্ত উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১৪ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর সদর হাসপাতাল সংলগ্ন এলাকায় প্রশাসন অভিযান পরিচালনা করেছে।
১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল এমরান খাঁন এর নেতৃত্বে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (এমও-সিএস) ডা. মো. শাখাওয়াত হোসেন, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রাজন কুমার দাসসহ একটি যৌথ টিম অভিযানটি পরিচালনা করেন।
অভিযান চলাকালে নিউ তাকওয়া ডায়াগণস্টিক সেন্টারকে তাদের লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র আপডেট না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সকল লাইসেন্স নবায়ন না করা পর্যন্ত অত্র প্রতিষ্ঠান সহ পাশের মিম ডায়াগনস্টিক সেন্টার ও গ্রিন ভিউ এক্স-রে এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট ডায়াগণস্টিক সেন্টারগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে যে, জুলাই-আগস্টের আন্দোলন এবং অন্যান্য জটিলতার কারণে তারা প্রয়োজনীয় কাগজপত্র এবং ডকুমেন্ট সংগ্রহে সমস্যা অনুভব করেছেন, যার ফলে লাইসেন্স নবায়ন সম্ভব হয়নি। তারা দাবি করেছেন,সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করলে দ্রুত সময়ে লাইসেন্স নবায়ন করে পুনরায় সাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারবেন।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আল এমরান খাঁন এ বিষয়ে বলেন,”আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে রোগীরা যাতে কোনোভাবেই দালালচক্রের শিকার হতে না হয় এবং সঠিকচিকিৎসা সেবা নিশ্চিত করা যায়। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে যে জটিলতার কথা বলা হয়েছে, তা দ্রুত সমাধান করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করা হবে। তবে, যদি সঠিক কাগজপত্র না থাকে, তাহলে কার্যক্রম বন্ধ থাকবে।”
এদিকে চাঁদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শাখাওয়াত হোসেন জানিয়েছেন, “আমরা সার্বিক সহযোগিতা প্রদান করতে প্রস্তুত,তবে প্রতিষ্ঠানগুলোর জন্য লাইসেন্স নবায়ন এবং অন্যান্য নিয়মকানুন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এই অভিযানটির মাধ্যমে চাঁদপুর জেলা প্রশাসন এবং স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে যে,চিকিৎসা সেবা প্রদান ও সব ধরনের অনিয়ম বা দালালচক্রের প্রভাব মুক্ত করা হবে এবং রোগীরা যাতে সঠিক ও সহজে সেবা পায়, সে জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব,
১৪ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur