Home / উপজেলা সংবাদ / জেলা জজ আদালতের এপিপি হলেন অ্যাড. মাসুদ প্রধানীয়া
জেলা

জেলা জজ আদালতের এপিপি হলেন অ্যাড. মাসুদ প্রধানীয়া

চাঁদপুরের কচুয়া উপজেলার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের প্রধানীয় বাড়ির বিশিষ্ট সমাজসেবক মো. হারুনুর রশিদ প্রধানীয়ার সুযোগ্য সন্তান অ্যাডভোকেট মো. মাসুদ প্রধানীয়া চাঁদপুরের বিজ্ঞ জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন।

বুধবার উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

অ্যাডভোকেট মো. মাসুদ প্রধানীয়া ২০১২ সালে আইন পেশায় ঢাকা জজ কোর্টে যোগদান করে অত্যন্ত সুনাম ও সততার সাথে সাধারন মানুষের সেবা দিয়ে আসছেন। তিনি দুই ভাই ও এক বোনের মধ্যে সবার বড়। তিনি কচুয়ার নন্দনপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ৯ম শ্রেনি পর্যন্ত লেখাপড়া শেষে গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সাফল্যের সাথে সম্পন্ন করেন এবং এলএলবি সম্পন্ন করে আইন পেশায় যোগদান করেন।

উল্লেখ্য যে, চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্বরত অ্যাডভোকেট মো. মাসুদ প্রধানীয়া কচুয়া উপজেলা যুবদলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করছেন। এদিকে অ্যাডভোকেট মো. মাসুদ প্রধানীয়া চাঁদপুর জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদে নিয়োগ প্রাপ্ত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ নভেম্বর ২০২৪