চাঁদপুরের শাহরাস্তিতে স্ট্রেনদেন্থ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস্ )প্রকল্প পেইজ ইউনিয়ন পর্যায় স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্প বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ নভেম্বর মঙ্গলবার দুপুরে টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিসটেন্স (সিসিডিএ) এর আয়োজনে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম ভূইয়া মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রজেক্ট অফিসার আঃ রহিম। এ সময় বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলার সমন্বয়কারী সোমা আক্তার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মোল্লা। উপস্থিত ছিলেন সিসিডিএ’র ইউনিয়ন প্রতিনিধি নাসিমুল শামীম, এমআরপিসি’র সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দিদার হোসেন মজুমদার, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শামীম আহমেদ, টামটা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এমরান হোসেন ফকির, প্রবাসী মোঃ বেলায়েত হোসেন মিন্টুসহ গণমাধ্যম কর্মী, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানায় স্ট্রেনদেন্থ এন্ড ইনফরমেটিভ মাইগ্রেশন সিস্টেমস (সিমস্ )প্রকল্প পেইজ ইউনিয়ন পর্যায় স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্পের “নিরাপদ অভিবাসন,আইনগত সহায়তা ও আর্থিক স্বাক্ষরতা প্রশিক্ষণে ৩টি বিষয়ের উপর এ অবহিতিকরণ করা হয়।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ১২ নভেম্বর ২০২৪