চাঁদপুরের ফরিদগঞ্জে আলোচিত গৃহবধূ আসমাকে মারধর, ধর্ষণ, হত্যা ও যৌতুকের অভিযোগ এনে আদালতে মামলা। শ্বশুর-শাশুড়ি আটক।
জানা যায়, মঙ্গলবার (১২ নভেম্বর) চাঁদপুর বিজ্ঞ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলা দায়ের করেন। আদালতে নিদের্শে ফরিদগঞ্জ থানার এসআই ইসলাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ আসামির বাড়ি থেকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, গৃহবধূ আসমার শ্বশুর হানিফ রাড়ি (৫০) ও শাশুড়ি মাছুমা বেগম (৪৫)।
জানা যায়, মৃত আসমার মা নাজমা বেগম আসমাকে মারধর, ধর্ষণ, গলা টিপে হত্যার অভিযোগ এনে ১২ নভেম্বর মঙ্গলবার চাঁদপুর বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৯ এর (২) /৩০ ধারায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা নং- সি আর ৩৭৮/২০২৪ । আসামিরা হলেন, আসমার শ্বশুর হানিফ রাড়ি (৫৫), শাশুড়ি মাছুমা বেগম(৪৫), দেবর সাইমুন(২৬) ও শাহিন(২২)।
গত (৩রা নভেম্বর) গভীর রাতে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চির্কা এলাকার রাড়ি বাড়িতে প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী আসমা আক্তার তানজিনা(২১) এর রহস্যজনক
আত্মহত্যার ঘটনা ঘটে। এরপর পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন এবং আসমার পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হানিফ সরকার বলেন, বিজ্ঞ আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা দায়ের প্রেক্ষিতে মামলায় অভিযুক্ত হানিফ রাড়ি ও মাছুমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরণ করা হবে।
প্রতিবেদক: শিমুল হাছান, ১২ নভেম্বর ২০২৪