চাঁদপুরের কচুয়া উপজেলার বাতাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ও বাতাবাড়িয়া গ্রামের অধিবাসী মো. মোস্তফা জামান আর নেই (ইন্নালিল্লাহি…..রাজিউন)। তিনি রবিবার রাত সাড়ে ১১ টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে কুমিল্লার ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
তিনি কর্ম জীবন শুরু করেন মহৎ পেশা শিক্ষকতার মাধ্যমে। কর্মজীবনে তিনি ১৩৭নং বাতাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আজাদ পরিবারের নবনির্মিত ফাতেমা জামে মসজিদের বর্তমান ক্যাশিয়ারের দায়িত্বে ছিলেন তিনি। এছাড়াও ২০১১ সাল থেকে দীর্ঘ ১৫ বছর বাতাবাড়িয়া ফোরকানিয়া মাদরাসা ও জামে মসজিদের সেক্রেটারির দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করে আসছেন।
ব্যাক্তিজীবনেও তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী, সৎ ও পরোপকরী একজন মানুষ। তার সুনাম ছিলো অত্র গ্রামে সকলের মুখে মুখে আজাদ পরিবারের সাথে ছিলো তার সুসম্পর্ক। প্রয়াত নূরুল আজাদ এর মৃত্যুর পর তার ছেলে ফয়সাল আজাদ ও পরিবারের পাশে তিনি ছায়া হয়ে দাঁড়ান। ফয়সাল আজাদের সকল সিদ্ধান্তে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সবসময় সৎ পরামর্শ দিয়ে আসতেন। তার এই মৃত্যুতে ফয়সাল আজাদ ও আজাদ পরিবার সহ, এলাকাবাসী, ১৩৭নং বাতাবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির ও ফাতেমা জামে মসজিদের সাথে সংশ্লিষ্ট সকলে গভীরভাবে শোকাহত ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং তাঁর পরিবারের সকলের এই দুঃখজনক ক্ষতি ও শোক সহ্য করার জন্য, সর্বশক্তিমান আল্লাহর কাছে দোয়া কমনা করেন। এদিকে সোমবার সকালে জানাজা শেষে মরহুমের লাশ নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ নভেম্বর ২০২৪
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur