বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান নির্বাচনে বাংলাদেশ লায়ন্স হাস্পাতালের লায়ন হুমায়ুন জহির অডিটোরিয়ামে সম্পন্ন হয়।
গত ৩০ অক্টোবর ২০২৪ তারিখে উক্ত নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতিসন্তান লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু পিএমজেএফ বিপুল ভোটে ২য় ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন ।
উল্লেখ্য, লায়ন মহসীন ইমাম চৌধুরী গত ২৪-২৫ মে তারিখে হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত জেলা ৩১৫এ২ এর বার্ষিক কনভেনশনে ভাইস জেলা গর্ভনর ইলেকশনে বিপুল ভোটে ২য় ভাইস জেলা গর্ভনর হিসেবে নির্বাচিত হয়েছিলেন ।
লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুরে জন্মগ্রহন করেন । তাহার পিতা মরহুম শামসুল হক চৌধুরী এবং মাতা মরহুমা আনোয়ারা চৌধুরী। লায়ন চৌধুরী, ইমাম টেলিকম, স্মাইল মোবাইল, ইমাম মোবাইল, জিও মোবাইল, মেমোরি বাজার প্রভৃতি ব্যাবসায়িক প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান ম্যানেজিং ডিরেক্টর (এম ডি) হিসেবে দায়িত্বরত আছেন।
লায়ন মহসীন ইমাম চৌধুরী রুনু বলেন, সুবিধাবঞ্চিত মানুষের জন্য সকল আঙ্গিকে স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ পরিকল্পনা নেয়া হয়েছে। লায়ন সদস্যরা সরকারের সহযোগী হিসেবে দেশের দুস্থ মানবতার কল্যাণে এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, ১০ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur