চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্পত্তির উপর গড়ে উঠা প্রায় ২৫ টি দোকান ঘর উচ্ছেদ চালায় প্রশাসন। ৭ নভেম্বর বৃহস্পতিবার মমিন রোডস্থ এ অবৈধ স্থাপনার উপর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।
এর আগে বৃহস্পতিবার সকালে অবৈধ উচ্ছেদের স্থাপনাগুলো প্রকাশ্য নিলাম ডাক দেয় প্রশাসন। এতে ৩ লক্ষ ৭০ হাজার টাকা নিলাম ডাক পায় মো. ইমান হোসেন।
এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবার রাস্তায় কান্নাকাটি করলে হত দরিদ্র জহিরের পরিবারকে তাদের টং দোকান ফিরে দেন প্রশাসন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কণ্যাণ কর্মকর্তা ডা. গোলাম মাওলা বলেন, আমাদের হাসপাতালে সম্পত্তি গত কয়েক যুগ ধরে দখল করে সেখানে অবৈধ স্থাপনা গড়ে তোলে স্থানীয়রা। তাদেরকে একাধিকবার নিষেধ করার পরেও তারা যাচ্ছে না। এ নিয়ে অভিযোগ দায়েরের পর প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়।
উচ্ছেদ অভিযানের বিষয়ে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান বলেন, আমরা এর আগে তাদেরকে নোটিশ করেছি নিজ নিজ অবস্থান থেকে সরে যেতে। আমরা আজ অভিযান পরিচালনা করেছি এবং এসব অবৈধ স্থাপনা নিলামে বিক্রয় করা হয়েছে।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ৭ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur