চাঁদপুরের কচুয়ায় নিষিদ্ধ পলিথিন রাখার অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাপ্পী দত্ত রনি।
৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে কচুয়া পৌর বাজারের কাঁচাবাজার ও বিশ্বরোড এলাকায় পৃথক অভিযান চালিয়ে মফিজুল ইসলাম, সেলিম ও আলাউদ্দিন নামের তিন ব্যবসায়ীকে পরিবেশ সংরক্ষন আইনে ১২ হাজার টাকা জরিমানা ও ৬শ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি বলেন, কচুয়ার বিভিন্ন স্থানে নিষিদ্ধ পলিথিন বন্ধে অভিযান চলবে এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে। এসময় পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শর্মিতা আহমেদ, কচুয়ার থানার এএসআই মফিজুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,৫ নভেম্বর ২০২৪