নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিক্রি বন্ধ করতে চাঁদপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৭৫ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। অভিযানের সময় একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৪ নভেম্বর) বিকেলে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে শহরের ওয়্যারলেছ বাজারের মেসার্স তিশা স্টোরে নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়।
এ সময় পলিথিন জব্দের পাশাপাশি পরিবেশ সংরক্ষণ (সংশোধন) আইন লঙ্ঘনের অভিযোগে জরিমানা আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান, পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া, ক্যাশিয়ার মো. গিয়াস উদ্দিন এবং চাঁদপুর পুলিশ লাইন্সের একদল পুলিশ।
পরিবেশ অধিদফতার চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান জানান, নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিক্রি, মজুদ ও বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক, ৪ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur