চাঁদপুরের শাহরাস্তিতে ফসলি জমি থেকে ড্রেজার দ্বারা অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্তকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২ নভেম্বর শনিবার দুপুরে প্রশাসনের উদ্যোগে উপজেলার নরিংপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।
সহকারি কমিশনার ভূমি এর কার্যালয় সূত্রে জানা যায় এলাকাবাসীর অভিযোগের পরিপেক্ষিতে অবৈধ ড্রেজার দ্বারা কৃষি জমির মাটি বিক্রি করার অপরাধে নরিংপুর হাকামতা গ্রামের মৃত শরবত আলী ভূঁইয়ার ছেলে জমির মালিক নাম আলী এরশাদ (৫৫) কে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ সংশোধিত ৭ (ক)অপরাধে ১৫ দ্বারা ৫০০০০/= টাকা অর্থ দণ্ড প্রদান করেন এবং অবৈধ ড্রেজার মেশিনটি জব্দ করেন।
মোবাইল কোর্টে সহযোগিতায় ছিলেন শাহরাস্তি থানা পুলিশ কর্মকর্তা ও সহকারি কমিশনার (ভূমি)কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের সূত্রে জানা যায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur