শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করেছে শাহরাস্তি উপজেলা মৎস্য অফিস।
৩১ অক্টোবর বৃহস্পতিবার শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী মাছের পোনা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এরপর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান মাছের পোনা বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো.মঈনুল ইসলাম কাজল।
উপজেলা মৎস্য কর্মকর্তা তৌসিফ উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় জন ১ শ ২০ জন প্রান্তিক চাষীর মাঝে ৭ কেজি করে ৮ শ ৪০ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।
মো.জামাল হোসেন
১ নভেম্বর ২০২৪
এজি
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur