চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবার মান উন্নয়নে এবং রোগীদেরকে সার্বক্ষনিক সেবা প্রদানের লক্ষ্যে ৩৮ জন নতুন ইন্টার্নি চিকিৎসক দায়িত্ব পালন করছেন। হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি তারা প্রতিদিন বিভিন্ন শিপটে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদেরকে সেবা প্রদান করে আসছেন।
আগে বিভিন্ন শিপটের নির্দিষ্ট সময়ে বিভিন্ন চিকিৎসক হাসপাতালে আসার পরে, তারপর হাসপাতালে রোগীদেরকে সেবা প্রদান করা হতো। কিন্তু নতুন করে এই চিকিৎসকরা যোগদানের পর এখন দিন রাত চব্বিশ ঘন্টাই রোগীরা চিকিৎসকদের পাশে পাচ্ছেন। যদিও হাসপাতালে অন্যান্য শিপটে সিনিয়র চিকিৎসকরা নিয়মিত রোগী দেখছেন। কিন্তু এই ৩৮ জন ইন্টার্নি নতুন চিকিৎসক হাসপাতালে যোগদানের পর থেকে যেকোন ওয়ার্ডে রোগীদের কোন প্রকার সমস্যা হলেই তাৎক্ষণিক নতুন চিকিৎসকদের কাছে ছুটে যাচ্ছেন রোগীর স্বজনরা। এতে করে যথা সময়ে চিকিৎসাসেবা পেয়ে অনেকটা উপকৃত হচ্ছেন রোগীরা।
জানা যায় গত ১৫ সেপ্টেম্বর থেকে চাঁদপুর সরকারি হাসপাতালে তারা যোগদান করেন। আর এই ৩৮ জন নতুন চিকিৎসক এবার চাঁদপুর মেডিকেল কলেজ থেকে এম বিবি এশ পাশ করেছেন।
চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম বেজের শিক্ষার্থীরা গত কয়েক বছর ধরে মেডিসিন, সার্জারি, অর্থ, গাইনীসহ বিভিন্ন বিষয়ে তাদের কোর্স সম্পন্ন করে এবছর উত্তীর্ন হয়েছেন। তারপর থেকে এই ৩৮ জন নতুন ডাক্তার হাসপাতালে যোগদান করেন। তারা প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করে আসছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহাবুবুর রহমান বলেন, চাঁদপুর মেডিকেল কলেজ থেকে প্রথম বেজের শিক্ষার্থীরা এমবিবিএস পাশ করে হাসপাতালে যোগদান করেছেন। তারা বিভিন্ন ওয়ার্ডে ভর্তিকৃত রোগীদেরকে সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করে আসছেন।
তিনি বলেন, তারা প্রত্যেকে এবার চাঁদপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেছে। পাশ করার পর এক বছরের জন্য হাসপাতালে যে প্রশিক্ষন গ্রহণ করতে হয়। তারা হাসপাতালে সেটির ইন্টার্নি করছেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৩১ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur