Home / উপজেলা সংবাদ / কচুয়ায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
অগ্নিকাণ্ডে

কচুয়ায় অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুরের কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নে মাসনিগাছা বাজারে মঙ্গলবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে ছাই হয়ে-গেছে। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবী করছেন। তবে অগ্নিকান্ডের সূত্রপাতের সঠিক কারন জানা যায়নি।

জানা গেছে, মঙ্গলবার রাতে আকস্মিকভাবে মাসনিগছা বাজারে অগ্নিকান্ডের সুত্রপাত ব্যবসায়ী, এলাকাবাসী ও কচুয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ছুটে এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে ওই বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিনের ‘মাহী হোটেল’ মালামালসহ প্রায় ৭ লক্ষ টাকা, ডা. হাবিবুর রহমান কাজল এর ‘মিয়াজী ফার্মেসী’ প্রায় ১০ লক্ষ টাকা, আরিফ হোসেনের বৈদ্যতিক মালামালের গোডাউনে প্রায় ১৫ লক্ষ টাকা, খন্দকার সেলিম এর ফার্ণিচার প্রায় ১২ লক্ষ টাকা ও মাও. আবু সাঈদ এর রাইস মিল প্রায় ১০ লক্ষ টাকাসহ প্রায় অর্ধকোটি টাকা ক্ষতিগ্রস্থ হয়। অন্যদিকে ব্যবসায়ীরা তাদের দোকানের মালামাল ও পুঁজি হাড়িয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন।

এ ব্যাপারে মাসনিগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল মান্নান পাটওয়ারী বলেন, এ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে যে পরিমান ক্ষতিসাধন হয়েছে তা খুবই দুঃখজনক। আমরা ব্যবসায়ীদের সমবেদনা ও তাদের পাশে দাড়ানোর জন্য আহবান জানাই।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ অক্টোবর ২০২৪