সহায়ক ট্রাফিক পুলিশ হিসেবে ৭শ শিক্ষার্থীকে নিয়োগ দেবে অন্তর্বর্তী সরকার। পার্ট টাইম চাকরি হিসেবে দিনে চার ঘণ্টা দায়িত্ব পালন করবেন তারা।
অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ এ তথ্য জানিয়েছেন। ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বুধবার ৩০ অক্টোবর সচিবালয়ে এক সংবাদ সম্মেলন তিনি একথা বলেন।
দেশে ২৬ লাখ গ্রাজুয়েট বেকার রয়েছে জানিয়ে আসিফ মাহমুদ বলেন,‘মোট বেকারের সংখ্যা ১ কোটি ১৮ লাখ। আগামি ২ বছরে ৫ লাখ যুবকের কর্মসংস্থান করার উদ্যোগ নেবে সরকার। ৯ লাখ যুবককে ট্রেনিং দেয়া হবে বলেও জানান তিনি।
আসিফ মাহমুদ বলেন,‘ প্রত্যেক সেক্টরেই শিক্ষার্থীদের কাজের সুযোগ দেয়া হবে। আগামির বাংলাদেশ বিনির্মাণে তাদের এখন থেকেই প্রস্তুত করা হচ্ছে। ১ হাজার যুবক নিয়ে ট্রাফিক সচেতনতামূলক একটি কোর্স করানো হয়। সেখান থেকেই ৭শ জন যোগ দিচ্ছেন বলে জানান তিনি।
ট্রাফিক নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ৪শ জন নেয়া হবে। পর্যায়ক্রমে ৭শ জনের নিয়োগ হবে বলে জানিয়েছেন এ উপদেষ্টা।
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন,‘সকাল এবং বিকেল এ দু’সময়ে যানজট বেশি থাকে তাই ৪ ঘণ্টা করে তারা এ কাজ করবেন। ছাত্রদের পড়াশোনা শেষ হলে তাদের আগ্রহ থাকলে তাদের স্থায়ীকরণের বিষয়টি বিবেচনা করা হবে।
৩০ অক্টোবর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur