২০২৫ সালের হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্যাকেজ অনুসারে আগামি বছর সর্বনিম্ন ৪ লাখ ৭৯ হাজার ২শ ৪২ টাকায় করা যাবে। বুধবার ৩০ অক্টোবর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা করেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ধর্মসচিব মু.আবদুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলামসহ ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এর আগে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির বৈঠকে আগামি বছরের হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়।
ঘোষিত সাশ্রয়ী প্যাকেজ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রায় প্রত্যেক হজযাত্রীর চলতি বছরের চেয়ে ১ লাখ ৫ শ ৯৮ টাকা কম খরচ হবে। অন্য প্যাকেজে খরচ ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার ৬ শ ৮০ টাকা।
৩০ অক্টোবর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur