চাঁদপুর জেলা আইনজীবি সহকারী সমিতির সভাপতি ও কচুয়ার ১নং সাচার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. মিজানুর রহমান সর্দার আর বেচেঁ নেই (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। শুক্রবার (২৫ অক্টোবর) মধ্য রাতে চাঁদপুর শহরের বাস ভবনে হঠাৎ বুকেব্যাথা দেখা দিলে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথিপম্যে দাউদকান্দি এলাকায় মারা যান তিনি।
পরদিন শনিবার দুপুরে দুই দফা জানাজা শেষে মরহুমের লাশ কচুয়া উপজেলার সাচার এলাকার মঙ্গলমুড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও ৩ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur