প্রতিদিন সন্ধ্যা হলেই অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক। এতে প্রতিদিন সমস্যার মধ্যদিয়ে চলাচল করতে হয় বিভিন্ন যানবাহন ও পথচারীদের।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে পৌর কর্তৃপক্ষ ওই সড়কের খুঁটিতে থাকা বাতিগুলো মেরামত করতে দেখেননি। মিশন রোডের মাথা থেকে শুরু করে চাঁদপুর-রায়পুর সড়কের প্রবেশ মুখ পর্যন্ত প্রায় ৩০/৪০ টি বিদ্যুতের খুঁটি রয়েছে। কিন্তু সেগুলোর হাতে গনা ৫/৭ টি খুঁটি ব্যধিত বাকি সবগুলো খুঁটির বাতি অকোজে হয়ে পড়ে আছে।
আর বাকি যে ক’টি খুঁটিতে বাতি রয়েছে সেগুলোর মধ্যে ও নানা সমস্যা। খুঁটির কিছু কিছু বাতি ঠিকমতো জ্বলেনি।
আবার দু’একটি জ্বললেও সেগুলোর আলো স্থির থাকে না। যে কটি জ্বলে তার আলোও তেমন নেই।
এতে প্রতিদিন সন্ধ্যা হলেই অন্ধকারে ঢেকে যায় পুরো বঙ্গবন্ধু সড়ক। আর এ জন্য ওই সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াতকারী যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। শুরু হয় মাদকসেবীদের আড্ডা।
এমনকি সাধারণ মানুষজন পথ চলতে গিয়ে ও অনেক সমস্যায় পড়তে হচ্ছে। এলাকাবাসি আরো জানায় চাঁদপুর শহরের কয়েকটি ব্যস্ততম সড়কের মধ্যে বঙ্গবন্ধু সড়কটি ও একটি অন্যতম সড়ক হিসেবে পরিচিত।
এ সড়ক দিয়ে প্রতিদিনই চলাচল করছে বাস, ট্রাক, সিএনজি স্কুটার, মাইক্রোবাস, রিক্সা, অটোরিক্সাসহ অসংখ্য ছোট বড় যানবাহন। কিন্তু এ সড়কটিতে গত কয়েকমাস ধরে সন্ধ্যার পর বিদ্যুৎতের খুঁটিতে কোনো বাতি জ্বলেনি। বিশেষ করে গত কয়েকমাস ধরে বঙ্গবন্ধু সড়কটিতে বিভিন্নস্থানে ছোট বড় গর্ত সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিনত হয়েছে। যার কারনে রাতের বেলায় অন্ধকারে প্রতিদিন বিভিন্ন যানবাহন এবং মানুষজন চলাচল করতে গিয়ে র্দুঘটনার সম্মুখীন হতে হয়। তাই বড় কোনো দুঘর্টনা ঘটার আগেই বঙ্গবন্ধু সড়কের খুঁটির বাতিগুলো মেরামতের জন্য পৌর কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় এলাকাবাসী।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২৬ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur