Home / উপজেলা সংবাদ / ‘স্বৈরাচার শেখ হাসিনার আমলে নিজের ভোট দিতে পারিনি’
স্বৈরাচার

‘স্বৈরাচার শেখ হাসিনার আমলে নিজের ভোট দিতে পারিনি’

চাঁদপুরের মতলব উত্তরে ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে ছেংগারচর সরকারি কলেজের অডিটোরিয়ামে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জামায়াত ইসলামীর যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আব্দুল মুবিন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল মুবিন বলেন, আমরা পরাধীন ছিলাম। এবার দ্বিতীয়বারের মতো ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছি। স্বৈরাচার মুক্ত হয়েছি। স্বৈরাচার শেখ হাসিনার আমলে আমরা নিজের ভোট দিতে পারিনি। দিনের ভোট রাতে হয়ে যেত। ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে হতো না। মানুষজন পরাধীন ছিল। সাংবাদিকরা সত্যকে তুলে ধরতে পারেননি। শাসকগোষ্ঠী ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠনালি চেপে ধরেছিল।

ছেংগারচর পৌর জামায়াতে ইসলামীর সভাপতি এইচ এম রবিউল আলমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মেহেদী হাসান নাজিরের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ মাওলানা মীর হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর জামায়াতে ইসলামী ইঞ্জিনিয়ার্স ফোরামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল হাই সিকদার, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আবুল বাসায় দেওয়ান।

আরো বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ মাহবুবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক, ২৫ অক্টোবর ২০২৪