Home / উপজেলা সংবাদ / কচুয়ায় জামায়াতের কর্মী সম্মেলন
জামায়াতের

কচুয়ায় জামায়াতের কর্মী সম্মেলন

চাঁদপুরের কচুয়া উপজেলার ৭নং সদর দক্ষিন ইউনিয়নের ঘাগড়া বাজারে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে কর্মী সম্মেলনে সদর দক্ষিন ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুস ছামাদ আযাদীর সভাপতিত্বে ও সহ-সভাপতি মো. জসিম উদ্দিন মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ আব্দুর রহিম পাটোয়ারী।

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী ও হাজীগঞ্জ কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী, উপজেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের মেসবাহ, নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, শাহ মুহাম্মদ জাকির উল্যাহ শাজুলী, সেক্রেটারী মোহাম্মদ আলী সিদ্দিকী, সহ-সেক্রেটারী হাফেজ দেলোয়ার হোসেন, মাওলানা আমিনুল হক মীর আযাদী প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সদর দক্ষিন ইউনিয়নের জামায়াতের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৫ অক্টোবর ২০২৪