চাঁদপুর হাইমচর উপজেলায় মেঘনায় মধ্যচরে তিন দিন পর রোববার (৯ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় সাহেব আলী নামে এক গরু ব্যবসায়ী গলিত লাশ উদ্ধার করেন হাইমচর থানা পুলিশ।
শুক্রবার হাইমচরে পশ্চিমচর কৃষ্ণপুর গ্রামের মৃত হজল করিম মৃধার ছেলে সাহেব আলী গরু ক্রয় করার জন্য মিয়ার বাজারে গেলে তাকে কুপিয়ে মেরে নদীতে পেলে দেয়া হয়। তিন দিন পর তার লাশ রোববার নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেন।
মৃত সাহেব আলীর শরীরের বিভিন্ন অংশে দাড়ালো অস্ত্রের আাঘাত রয়েছে । ঘটনার পরের দিন থেকে গরুর দালাল শাহ পরান পলাতক রয়েছে জানা যায়।
প্রতিনিধি: বিএম ইসমাইল হোসেন
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur