Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি হাসপাতালের বহির্বিভাগে তিন দিনে সাড়ে ৪ হাজার রোগী
হাসপাতালের

চাঁদপুর সরকারি হাসপাতালের বহির্বিভাগে তিন দিনে সাড়ে ৪ হাজার রোগী

বিভিন্ন রোগে আক্রান্ত ও অসুস্থ হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের বর্হিবিভাগে তিন দিনে প্রায় সাড়ে চার হাজার রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। সরকারি এই হাসপাতালটিতে চর্ম, মেডিসিন, সার্জারি, অর্থপেডিক, চক্ষু ও দাঁতসহ প্রতিদিন গড়ে প্রায় দেড় থেকে ২ হাজার রোগী বর্হি বিভাগে চিকিৎসাসেবা নিয়ে থাকেন। প্রতিদিনই হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে রোগীদের প্রচন্ড ভিড় লক্ষ্য করা যায়।

হাসপাতালের বর্হির বিভাগে টিকেট কাউন্টারে খবর নিয়ে জানা গেছে গত ৩দিনে হাসপাতালের বিভিন্ন চিকিৎসকের কাছে সর্বমোট ৪ হাজার ৩,শ ৮ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। এরমধ্যে গত ২১ অক্টোবর সোমবার সারাদিনে সর্বমোট দেড় হাজার ২২ অক্টোবর মঙ্গলবার সারাদিনে সর্বমোট ১৪,শ ১৮ এবং ২৩ অক্টোবর বুধবার সারাদিনে সর্বমোট ১৩,শ ৯০ জন রোগী বিভিন্ন রোগের চিকিৎসা সেবার জন্য টিকেট সংগ্রহ করেছেন। তবে এসব রোগীদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু রোগীর সংখ্যা বেশি।

হাসপাতাল সূত্রে জানা যায়, যেসব রোগীরা প্রতিদিন ভিড় জমিয়ে চিকিৎসা সেবার জন্য হাসপাতালে আসেন। তাদের বেশির ভাগই চর্ম ও শিশু রোগী। এর পাশাপাশি আবহাওয়া পরিবর্তনের কারনে অনেক রোগী জ্বর সর্দি, কাশি, শ্বাসকষ্ট জনিত রোগে অসুস্থ হয়ে চিকিৎসার জন্য হাসপাতালের বর্হির বিভাগে টিকেট সংগ্রহ করে ডাক্তার দেখিয়ে চিকিৎসাসেবা নিয়েছেন।

সরকারি ছুটির দিন ব্যধিত প্রায় প্রতিদিনই হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে রোগীদের এমন ভিড় জমে থাকতে দেখা যায়। হাসপাতাল থেকে একটু চিকিৎসাসেবার জন্য তারা ঘন্টার পর ঘন্টা লাইন দাঁড়িয়ে অপেক্ষা করে টিকেট সংগ্রহ করে থাকেন। লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করতে গিয়ে অনেকে চিকিৎসাসেবা না নিয়েই ব্যর্থ মনে বাড়ি ফিরতে হয়। তার কারন হলো, দেখা গেছে রোগীরা যে সময় ধরে টিকেট সংগ্রহ করে থাকেন। সেই টিকেট নিয়ে চিকিৎসকদের কক্ষের কাছে যেতেই চিকিৎসকদের হাসপাতাল ত্যাগ করার সময় হয়ে যায়।

আবার কেউ কেউ ডাক্তার দেখালেও পরীক্ষা নীরিক্ষা করিয়ে ডাক্তার চলে যাওয়ার কারণে বাকি চিকিৎসা নিতে পারেননি। তবুও হাসপাতালের বর্হি বিভাগে প্রতিদিন হাজারো রোগীরা এভাবেই ভিড় জমিয়ে টিকেট কেটে প্রতিদিন বিভিন্ন রোগের চিকিৎসাসেবা নিচ্ছেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি,২৪ অক্টোবর ২০২৪