চলতি অক্টোবরের প্রথম ১৯ দিনে ১৫৫ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। এটি প্রতিদিন গড়ে ৮ কোটি ৭০ লাখ ডলার আহরণকে চিহ্নিত করে। সোমবার ২১ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে রেমিট্যান্স আহরণের এ তথ্য জানানো হয়েছে।
এতে দেখা যায়, তুলনামূলকভাবে সেপ্টেম্বরের একই সময়ে বাংলাদেশ রেমিট্যান্স আহরণ করেছিল ১৪৭ কোটি ডলার, যা অক্টোবরের পরিসংখ্যানে উল্লেখযোগ্য বৃদ্ধির ইঙ্গিত দেয়।
আরও পড়ুন: সেপ্টেম্বরে ২৪০ কোটি ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশ, বছরের ব্যবধানে ৮০.২ শতাংশ বৃদ্ধি
রেমিট্যান্সগুলো বিভিন্ন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪০ কোটি ৮ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছেঠ ৭ কোটি ৮০ লাখ ডলার। এছাড়া বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৪ কোটি ৯৬ লাখ ডলার। বাংলাদেশে বিদেশি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪১ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রবাসীরা ৫৪ কোটি ৬৩ লাখ ডলার, ৬ থেকে ১২ অক্টোবর পর্যন্ত ৫৬ কোটি ১৯ লাখ ডলার এবং মাসের প্রথম ৫ দিনে ৪২ কোটি ৪৭ লাখ ডলার পাঠিয়েছেন।
চাঁদপুর টাইমস রিপোর্ট
২১ অক্টোবর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur