চাঁদপুর ডিসি অফিসের উত্তর পাশে জিটি রোড বিষ্ণুদী আনোয়ারা মতিউর মডেল মাদরাসার ৯ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর বিকেল ৩ টা হতে সামু গাজী বাড়ি সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ ময়দানে এ মাহফিলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পীরজাদা মাওঃ মীর মোঃ হাবিবুর রহমান যুক্তিবাদী ঢাকা। তিনি বলেন, ৫০ বছর ধরে ওয়াজের মাঠে। দিক দিগন্তে ইসলামের বিভিন্ন বিষয়ে ওয়াজ করছি। মানুষকে কখনো বিভ্রান্ত করিনি। আমি সুন্নি মাইন্ড। যেখানে মিলাদ দাঁড়িয়ে পড়ে, আমিও সেখানে দাঁড়িয়ে যাই। আর যেখানে দেখি বসে বসে পড়ে, সেখানে আমি বসে যাই । আরো বলেন, কোরআন-হাদিসের সঠিক জ্ঞান অর্জন কারীরা পথ ভোলা মানুেষকে আলোর পথ দেখায়। হক্কানী আলেম কখনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে না। এখন সময় এসেছে মানুষকে আমলের প্রতি উদ্বুদ্ধ করতে। যুগের প্রেক্ষাপটে তরুণ সমাজ বিপথগামী হচ্ছে। এটাও একটি ফিতনা। বরং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের আলো ছড়াই।
মাহফিলে সভাপতিত্ব করবেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি মাওঃ মোঃ সাইফুদ্দিন খন্দকার। আরো বক্তব্য রাখেন চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আল আমিন, হাসা আল আমিন ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওঃ মোঃ হাবিবুর রহমান মোহেব্বী, মমিনপাড়া দারুচ্ছুন্নাত তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মোঃ দ্বীন ইসলাম, ব্যাংক কলোনী জামে মসজিদের খতিব মুফতি মাসুদুর রহমান, আনোয়ারা মতিউর মডেল মাদ্রাসার শিক্ষক মাওলানা মোঃ মোজাম্মেল হোসেন প্রমুখ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইকরা মডেল একাডেমির পরিচালক লাইন মোঃ গোলাম হোসেন টিটু, বিশিষ্ট সমাজসেবক কাজী মোঃ কামাল হোসেন, হাজী মোহাম্মদ হাবিবুল্লাহ সরদার, বিষ্ণুদি কল্যাণ সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসাইন ও সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাবেক চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ মালেক বেপারী, চাঁদপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমান, চাঁদপুর সদর যুব উন্নয়ন অফিসার মোঃ মনির হোসেন, বায়তুল মামুর জামে মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্সের মুতাওয়াল্লী জিএম মিজানুর রহমান ও সভাপতি মোঃ মুখলেছুর রহমান তালুকদার, আলা আমিন জামে মসজিদের সভাপতি মোঃ ফিরোজ আলম ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম পাটওয়ারী, আলী দাখিল মাদ্রাসার সহ-সুপার মুফতি কেফায়েত উল্লাহ ও চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের অফিস প্রধান সহকারী সুলতান আহমেদ তালুকদার, মোঃ জাকির হোসেন গাজী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জিয়াউর রহমান খান জিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে প্রধান অতিথি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
সিনিয়র স্টাফ রিপোর্টার, ১৯ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur