চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় ৩৪টি বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার ফলাফলে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ১৫১ জনসহ এ+ পেয়েছে ৮৭৪ জন।
২য় স্থানে হাজীগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজে এ+ পেয়েছেন ১০৬ জন, সুহিলপুর উচ্চ বিদ্যালয় এ+ ৫৫ জন, পিরোজপুর উচ্চ বিদ্যালয়ে এ+ ২৭ জন, বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ+ ৫ জন, রাজারগাও উচ্চ বিদ্যালয়ে এ+ ২৬ জন, বাকিলা উচ্চ বিদ্যালয়ে এ+ ৪০ জন, পালিশারা উচ্চ বিদ্যালয়ে এ+ ২৩ জন, রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে এ+ ১০ জন, রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমীতে এ+ ১৭ জন, ধড্ডা পপুলার উচ্চ বিদ্যালয়ে এ+ ৩৯ জন, সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে এ+ ৪ জন, হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এ+ ২২ জন, নাসিরকোট উচ্চ বিদ্যালয়ে এ+ ৩৩ জন, বলাখাল জে এন উচ্চ বিদ্যালয়ে এ+ ৩৪ জন, বড়কূল বালিকা উচ্চ বিদ্যালয়ে এ+ ৩৪ জন, রামপুর উচ্চ বিদ্যালয়ে এ+ ১৮ জন, বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ে এ+ ৬৩ জন, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ে এ+ ১৭ জন, মেনাপুর পীর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ে এ+৪ জন, মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ+ ০২ জন, হাটিলা টংগীর পাড় উচ্চ বিদ্যালয়ে এ+ ১৯ জন, অলিপুর উচ্চ বিদ্যালয়ে এ+ ১৮ জন, বেলচো উচ্চ বিদ্যালয়ে এ+ ০৬ জন, প্যারাপুর উচ্চ বিদ্যালয়ে এ+ ১৩ জন, বলিয়া উচ্চ বিদ্যালয়ে এ + ২১ জন, বড়কূল রামকানাই উচ্চ বিদ্যালয়ে এ+ ৩ জন, দেশগাও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে এ+ ০৫ জন, মালিগাও উচ্চ বিদ্যালয়ে এ+ ১৬ জন, শ্রীপুর উচ্চ বিদ্যালয়ে এ+ ৪ জন, মৈশাইদ পল্লীমঙ্গল এজি উচ্চ বিদ্যালয়ে এ+০১ জন, আলকাউসার স্কুলে এ+২৫ জন, আলবান্না জুনিয়র হাইস্কুলে এ+ ০৫ জন ও বেলঘর বিদ্যালয়ে এ+ পেয়েছেন ০৯ জন।
প্রসঙ্গত, উপজেলায় এবারের মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৫১৬১ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৫০৬৫ জন পরীক্ষার্থী। যা পুরো উপজেলায় গড় পাসের হার ৯৮.১৪%।
জহিরুল ইসলাম জয়, হাজীগঞ্জ করেসপন্ডেন্ট
|| আপডেট: ০৯:০৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৫, বৃহস্পতিবার
এমআরআর