Home / চাঁদপুর / চাঁদপুরে শুরু হলো তিন দিনব্যাপি ইজতেমা : আজ ২য় দিন
এজতেমা (1)

চাঁদপুরে শুরু হলো তিন দিনব্যাপি ইজতেমা : আজ ২য় দিন

চাঁদপুরে বৃহস্পতিবার ১৭ অক্টোবর ভোর থেকে তিনদিনব্যাপি জেলা ইজতেমা শুরু হচ্ছে। আজ এর দ্বিতীয় দিন । তাবলিগ জামাতের ইজতেমা উপলক্ষে শুক্রবার পুরাণবাজার পূর্ব শ্রীরামদী স্টার আল কায়েদ জুট মিল মাঠে জুমার নামাজের বড়ো জামাত অনুষ্ঠিত হয় । ইজতেমায় শরীক হতে জেলার নানান প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা বুধবার রাত থেকেই ময়দানে আসা শুরু করেন।

আজ ১৮ অক্টোবর শুক্রবার ময়দানে জুমার জামাতে ইমামতি করবেন তাবলীগ জামাতের চাঁদপুর জেলা সূরা সাথী মাও.আব্দুর রশিদ।

জুমার নামাজে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের মুসল্লিরা অংশগ্রহণ করবেন। নামাজ শেষে তারা ইজতেমার বয়ানে শরীক হন। দুপুর ১টা ১৫ মিনিটে মূল ময়দানে জুমার নামাজ অনুষ্ঠিত হয় ।

তাবলিগ জামাতের ভারতীয় মাওলানা সাদ পন্থীদের অনুসারীরা পুরানবাজার স্টার আলকায়েদ জুট মিল মাঠে আগামি শনিবার দুপুর পর্যন্ত এ ইজতেমায় জেলার অন্তত ২০-৩০ হাজার মুসুল্লি যোগদান করবেন।

বুধবার ১৬ অক্টোবর বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর তাবলিগ জামাতের আমীর মাও.আব্দুর রশিদ।

তিনি বলেন,‘ স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন এবং চাঁদপুর পৌরসভার সহযোগিতায় পানি বিদ্যুৎ সেনিটেশন ব্যবস্থাসহ সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যে এ ইজতেমা শুরু হয়ে শেষ হবে শনিবার ১৯ অক্টোবর সকাল ১১ টায় আখেরি মুনাজাতের মাধ্যমে ।‘

এতে চাঁদপুরের মুসুল্লিরা ছাড়াও ঢাকার কাকরাইলের তাবলিগ জামাতের মুরুব্বিরা উপস্থিত থাকবেন।

আবদুল গনি
১৮ অক্টোবর ২০২৪
এজি