১৭ অক্টোবর বৃহস্পতিবার ভোর থেকে তিন দিন ব্যাপী চাঁদপুর জেলা ইজতেমা শুরু হচ্ছে। তাবলিগ জামাতের ভারতীয় মাওলানা সাদ পন্থীদের অনুসারীরা পুরানবাজার জুট মিল মাঠে আগামী শনিবার দুপুর পর্যন্ত এই ইজতেমায় জেলার অন্তত ২০ হাজার মুসুল্লি যোগদান করবেন।
এটি নিশ্চিত করেছেন চাঁদপুর তাবলিগ জামাতের আমীর মাওলানা আব্দুর রশিদ।
তিনি বলেন,স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন এবং চাঁদপুর পৌরসভার সহযোগিতায় পানি বিদ্যুৎ সেনিটেশন ব্যবস্থাসহ সার্বিক আয়োজন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বাদ ফজর আম বয়ানের মধ্যে এই ইজতেমা শুরু হলেও শেষ হবে আগামী শনিবার সকাল ১১ টায় আখেরি মুনাজাতের মাধ্যমে। এতে চাঁদপুরের মুসুল্লিরা ছাড়াও ঢাকার কাকরাইলের তাবলিগ জামাতের মুরুব্বিরা উপস্থিত থাকবেন।
স্টাফ করেসপন্ডেট, ১৭ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur