Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে যমুনা ব্যাংক উপ শাখার উদ্ধোধন
যমুনা

মতলব দক্ষিণে যমুনা ব্যাংক উপ শাখার উদ্ধোধন

যমুনা ব্যাংক লিঃ মতলব দক্ষিণ উপ শাখার উদ্ধোধন করা হয়েছে। গত ১৬ অক্টোবর বেলা সাড়ে ১১টায় মতলব বাজারস্থ এনএএম টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত যমুনা ব্যাংক বয়াংকের ৫১৩ তম উপশাখার ফিতা কেটে ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধান কার্যালয় থেকে উদ্ধোধন করেন প্রধান অতিথি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর্জা ইলিয়াস উদ্দিন আহমেদ।

যমুনা ব্যাংক চাঁদপুর শাখা ব্যবস্থাপক আতাউর রহমানের সভাপতিত্বে ও মতলব দক্ষিণ উপ শাখার এভিপি আব্দুল মালেক ভূইয়ার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মতলব শাখা ব্যবস্থাপক সোহেল হোসাইন।অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী শংকর নাও রাগ,নগদ মতলবের ডিলার আবুল খায়ের সিদ্দিকী, বিকাশ মতলবের এজেন্ট আজাদ রহমান ও মতকব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সহ সভাপতি মোঃ মজিবুর রহমান সরকার প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলওয়াত করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী। এসময় মতলব বাজারের ব্যবসায়ী এবং সামাজিক, রাজনৈতিক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৬ অক্টোবর ২০২৪