চলতি বছরের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফল ১৫ অক্টোবর প্রকাশিত হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে মতলব দক্ষিণ উপজেলার ৭ টি কলেজের মধ্যে ১ টি কলেজের কেউ পাশ করেনি। ১০ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই ফেল করেছে।ওই কলেজটির নাম ড.এম শামছুল হক মডেল কলেজ। এ ছাড়া মতলব সরকারি ডিগ্রি কলেজ থেকে ৩টি বিভাগের ৪০১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৬৭ জন। ফেল করেছে ১৩১ জন। তম্মোধ্য জিপিএ ৫ পেয়েছে ৬ জন গড় পাশের হার ৬৬.৫৯%। রয়মনেন নেছা মহিলা ডিগ্রী কলেজ থেকে ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৯৬ জন,ফেল করেছে ১৪২ জন,জিপিএ ৫ পেয়েছে ৩ জন। গড় পাশের হার ৪০.৩৪%। নারায়নপুর ডিগ্রী কলেজে ২৫০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৮৩ জন, ফেল করেছে ১৬৭ জন,জিপিএ ৫ পেয়েছে ২ জন,গড় পাশের হার ৩৩.২০%।
মুন্সিরহাট কলেজ থেকে ১১১ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৩ জন, ফেল করেছে ৪৮জন,গড় পাশের হার ৫৬.৭৫%।আশ্বিনপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ৪০ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৭ জন,ফেল করেছে ৩৩ জন,গড় পাশের হার ১৭.৫০% এবং কাচিয়ারা স্কুল এন্ড কলেজে ১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৫জন,ফেল করেছে ১১ জন,গড় পাশের হার৩১.২৫%.। অপরদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৭ টি মাদ্রাসার মধ্যে ৩ টি মাদ্রাসায় শতভাগ পাশ করেছে। তন্মোধ্যে মতলব দারুল উলূম ফাজিল মাদ্রাসা থেকে ৪২ জনের মধ্যে সবাই পাশ করেছে, পাশের হার ১০০%,,নওগাঁ রাশেদীয়া ফাজিল মাদ্রাসা মাদ্রাসা থেকে ১৪ জনের মধ্যে সবাই পাশ করেছে,গড় পাশের হার ১০০%, ও নন্দিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে ৩২ জনের মধ্যে সবাই পাশ করেছে গড় পাশের হার ১০০%, এছাড়া খর্গপুর ফাজিল মাদ্রাসা থেকে ২২ জনের মধ্যে পাশ করেছে ২১ জন, ফেল করেছে ১ জন,গড় পাসের হার ৯৫%,ঘিলাতলী ফাজিল মাদ্রাসা থেকে ৩৩ জনের মধ্যে পাশ করেছে ৩২ জন,ফেল করেছে ১ জন,গড় পাশের হার ৯৭%,, কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৭জনের মধ্যে পাশস করেছে ১৩ জন,ফেল করেছে ৪ জন,গড় পাশের হার ৭৬% এবং কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে ৪৭ জনের মধ্যে পাশ করেছে ৪৩ জন,ফেল করেছে ৪ জন,গড় পাশপর হার ৯১%।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৫ অক্টোবর ২০২৪