Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / ছেংগারচর বাজারে ব্যবসায়ী মাহাবুব খানের ইন্তেকাল
ছেংগারচর

ছেংগারচর বাজারে ব্যবসায়ী মাহাবুব খানের ইন্তেকাল

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড এর ঠাকুরচর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ছেংগারচর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোলাম মাহাবুব খান শনিবার (১২ অক্টোম্বর) রাত ১০টা ৪০ মিনিটের সময় ঢাকা মেডিকেল হাসপাতালে ইন্তেকাল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মৃত্যুকালে তিনি ২ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম গোলাম মাহাবুব খান কাতার প্রবাসী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ আর বাবু খানের পিতা। মরহুম গোলাম মাহাবুব খান একজন বিএনপির ত্যাগি ও পরিক্ষীত কর্মী ছিলেন। ছেংগারচর বাজারে দীর্ঘদিন ধরে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ছিলেন সামাজিক কর্মকান্ডেও। তিনি ব্যক্তি জীবনে অতি সহজ সরল প্রকৃতির লোক ছিলেন।

রোববার (১৩ অক্টোম্বর) বাদ যোহর বিকেল আড়াইটার সময় ছেংগারচর পৌরসভার ঠাকুরচর আমিরুল মোমেনীন হাফেজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে কাতার প্রবাসী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ আর বাবু খানের পিতা মরহুম গোলাম মাহাবুব খান জানাজা নামাজের পূর্বে যুবনেতা মোঃ নাজমুল খানের পরিচালনায় মরহুমের স্মৃতিচারণ ও বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন, মরহুমের বড় ছেলে কাতার প্রবাসী বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এআর বাবু খান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবু জাফর খান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু, মতলব উত্তর উপজেলা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরকার,ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম ও মরহুমের ছোট ভাই গোলাম হোসেন খান প্রমুখ। এসময় মরহুমের জানাজা নামাজে অংশ গ্রহণ করেন, ছেংগারচর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহবায়ক মোঃ উজ্জল ফরাজী,মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপি নেতা মোঃ বোরহান ফরাজী, ছেংগারচর পৌর বাজার বনিক সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, ছেংগারচর সরকারি কলেজের অধ্যাপক আব্দুল হাকিম খান,উপজেলা যুবদলের আহবায়ক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পীর আব্দুল মান্নান সাগর, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক কাউছার খান, পৌর তাতী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজুল ইসলাম খান, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সসম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী, ছেংগারচর পৌর ছাত্রদলের সভাপতি শাকিল খান, সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম,সমাজ সেবক শাহজাহান খান, আঃ আজিজ খান, আঃ মান্নান খানসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,ব্যবসায়ী নেতৃবৃন্দ, সুধিসমাজ ও দেওয়ানবাগী তার আশেকান ভক্তবৃন্দ এবং কয়েক সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানরা এতে অংশ গ্রহণ করেন।

নিজস্ব প্রতিবেদক, ১৩ অক্টোবর ২০২৪