শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় দেশব্যাপি সীমান্তের ৮ কি.মি.মধ্যে অবস্থিত প্রায় ২ হাজার পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার জন্য ৩ শ ১৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার ১২ অক্টোবর রাতে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো.শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যেকোনও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা যাতে অনধিক ১৫-৩০ মিনিটের মধ্যে পূজামণ্ডপে পৌঁছাতে পারে,সেজন্য পূজামণ্ডপের আশেপাশে সুবিধাজনক স্থানে ৮৮টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৮৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়নে অতিরিক্ত দুই প্লাটুন করে বিজিবি সদস্য স্ট্যান্ডবাই রাখা হয়েছে।
এছাড়াও রাজধানী ঢাকার মন্দির বা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা বিধানে বিজিবির ঢাকা সেক্টরের তত্ত্বাবধানে ৪ প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
চাঁদপুর টাইমস রিপোর্ট
১৩ অক্টোবর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur