অদ্ভুত এক রহস্যের জালে জড়িয়ে গেছে অনেক জীবন। কে সত্য,কে মিথ্যা? নতুন ওয়েব কনটেন্ট ‘সেকশন ৩০২’-এর পোস্টারের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে এমন ক্যাপশন।
শাহাজাদা শাহেদের গল্প ও চিত্রনাট্যে এতে অভিনয় করেছেন নীল হুরেজাহান,তাসনুভা তিশা,প্রান্তর দস্তিদার,নিশাত প্রিয়ম প্রমুখ।
১৮ অক্টোবর মুক্তি পাবে বঙ্গ অরিজিনাল ‘সেকশন ৩০২’। এদিন দেখা যাবে প্রকল্পটির প্রথম পর্ব ‘আয়নামহল’।
চাঁদপুর টাইমস,
১৩ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur