চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের সফিবাদ মধ্যপাড়া প্রধানীয়া বাড়িতে সদ্য প্রবাস ফেরত আবুল বাশার প্রধানের গৃহে সিঁদ কেটে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে ওই প্রবাসীর বাবা আব্দুল গনির গৃহের চারদিকে চারটি স্থানে সিঁদ কেটে অজ্ঞাত চোরের দল গৃহে প্রবেশ করে। এতে গৃহে থাকা নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণ-গহনা মোবাইলসহ প্রায় দের লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয় চোরের দল।
গৃহকর্তা আব্দুল গনি প্রধান বলেন, কিছুদিন পূর্বে আমার পুত্র প্রবাস থেকে দেশে ফিরে। ধারনা করা হচ্ছে, চোরচক্র আমার ছেলে দেশে ফিরার খবর পেয়ে গৃহের চারদিকে চারটি স্থানে সিঁদ কেটে কৌশলে গৃহে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। বিষয়টি ভোররাতে টের পেয়ে দেখতে পান বলে তিনি জানান। এ ঘটনায় আশপাশের এলাকায় ভয়-আতঙ্ক দেখা দিয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur