গণঅভ্যুত্থানের দিন ৫ আগস্ট থানা পুলিশের গুলিতে নিহত কিশোর শাহাদাত হোসেনের (১৬) লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
৯ অক্টোবর বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমানের উপস্থিতিতে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের বালিথুবা গ্রামের বেপারী বাড়ি থেকে লাশ উত্তোলনের পর পোস্ট মর্টেমের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সামসুজ্জামান জানান, ৫ আগস্ট নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ৩ সেপ্টেম্বর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে আদালতের নির্দেশে লাশের ময়নাতদন্তের জন্য বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের দিন থানায় প্রবেশের চেষ্টার সময় একপর্যায়ে পুলিশের ছোড়া গুলিতে শাহাদাত থানার সামনে গুলিবিদ্ধ হয়। পরে তাকে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় আরেকজন পায়ে গুলিবিদ্ধ হন।
স্টাফ করেসপন্ডেট, ৯ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur