চাঁদপুরের ফরিদগঞ্জে শারীরিক ও মানসিক প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের বাসস্ট্যাণ্ড এলাকায় স্পেন প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিজন প্রতিবন্ধীর মাঝে নগদ দুই হাজার টাকা প্রদান করা হয়।
ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্পেন প্রবাসী মনির হোসেন। বিএনপি নেতা নজরুল ইসলাম নজুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্পেন প্রবাসী কামাল হোসেন সেলিম, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন স্বপন, বেলায়েত হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া,বাছির আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটওয়ারী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।
আলোচনা শেষে আট শতাধিক বিভিন্ন শ্রেণির প্রতিবন্ধীর মাঝে স্পেন পক্ষে নগদ অর্থ সহায়তা তুলেদেন অতিথিবৃন্দ।
প্রতিবেদক: শিমুল হাছান, ৭ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur