Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে ড্রেজার মেশিন জব্দ ও এক মাসের কারাদণ্ড
ড্রেজার

শাহরাস্তিতে ড্রেজার মেশিন জব্দ ও এক মাসের কারাদণ্ড

অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে জমির মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই ঘটনায় ড্রেজার মেশিনটি জব্দ করা হয়েছে।

৬ অক্টোবর রবিবার দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা এলাকায় অভিযান পরিচালনা করেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী। এ সময় তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে টামটা গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ রাশেদ মিয়াজীকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ এর ৭(ক) এর অপরাধে একই আইনের ১৫(১) ধারায় ০১(এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার মেশিনটি জব্দ করেন।

প্রতিবেদক:মো: জামাল হোসেন, ৬ অক্টোবর ২০২৪