শিক্ষকদের সম্মানার্থে চাঁদপুর লেখক পরিষদের উদ্যোগে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৫ অক্টোবর সন্ধ্যা ৬ টায় শহরস্হ সাহিত্য একাডেমিতে ।
চাঁদপুর লেখক পরিষদের সভাপতি,কবি-প্রাবন্ধিক-গবেষক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোকন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা সরদার আবুল বাসার,চাঁদপুর লেখক পরিষদের সহ-সভাপতি প্রাবন্ধিক ডা.মাসুদ হাসান, প্রাবন্ধিক ও সাংবাদিক আবদুল গনি, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক কবি ও আবৃত্তিশিল্পী অভিজিৎ আচার্যী,সেমিনার সম্পাদক তাফাজ্জল ইসলাম তাপু,দপ্তর সম্পাদক মুহাম্মদ নুরুল ইসলাম রাজিব,প্রচার সম্পাদক সাইফুল খান রাজিব, কথাসাহিত্যিক রাজিব কুমার দাস,কবি এস এম তাইয়্যেব।
সভায় সরদার আবুল বাসার বলেন,‘ শিক্ষকদের সামাজিক মর্যাদা ধীরে ধীরে তলানিতে যাচ্ছে। শিক্ষকদের উন্নতি হলেই জাতির উন্নতি হবে। তাই শিক্ষকদের বেতন-ভাতা ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে হবে। এ বিষয়টির দিকে রাষ্ট্রের নজর দিতে হবে । ’
প্রেসবিজ্ঞপ্তি
৬ অক্টোবর ২০২৪
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur