চাঁদপুরের কচুয়া উপজেলার ১নং সাচার ইউনিয়নে বায়েক বাজার এলাকায় বৃষ্টিতে রাস্তা ভেঙ্গে পরায় জনচলাচলে ভোগান্তি দেখা দিয়েছে। গতকয়েকদিনের অতি বৃষ্টির ফলে বায়েক-মালিগাঁও-কালাসোনা সড়কের বায়েক বাজার সংলগ্ন দক্ষিণ পাশে রাস্তাটি ভেঙ্গে প্রায় ২ফুট নিচু হয়ে যায়। ফলে এ সড়কে যাতায়াতকারী সিএনজি, অটোরিক্সা, মোটরসাইকেলসহ ভাড়ি যানবাহন চলাচল করতে পারছে না। বিশেষ করে বিভিন্ন কলেজ মাদ্রাসা ও ক্লিনিকের সেবা প্রত্যাশীরা এবং বায়েক বাজারে আসা-যাওয়া ব্যাবসায়ী, ক্রেতা-বিক্রেতাগন চরম বিপাকে রয়েছে।
স্থানীয় অধিবাসী আমান উল্লাহ ভূঁইয়া আমান ও মো. আনিসুল হক ভূঁইয় ও সহ আরো অনেকে জানান, রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২০ গ্রামের হাজার হাজার লোকজন নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াত করে থাকে। কিন্তু গতকয়েকদিন বৃষ্টির কারনে রাস্তাটি ভেঙ্গে পড়ায় চরম বেকায়দায় রয়েছে। দ্রুত রাস্তাটি মেরামত না করলে রাস্তাটি খালে তলিয়ে পরবে। তাই জনস্বার্থে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে গুরুত্বপূর্ণ এ রাস্তাটি সংস্কারে এগিয়ে আসতে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৪ অক্টোবর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur