Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / ভারতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দাসাদী কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ
দাসাদী

ভারতে মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দাসাদী কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসলাম ও মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিত রামগিরি ও বিজেপি নেতা কর্তৃক অবমাননাকর মন্তব্য ও কটুক্তির জন্য তাদের বিচারের দাবীতে চাঁদপুর সদরে দাসাদী ডি.এস.আই. এস কামিল মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল আয়োজন করা হয়। এ সময় উপস্থিতি ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও সাবেক বর্তমান শিক্ষার্থীবৃন্দ৷

বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা ক্যাম্পাস থেকে শুরু হয়ে দাসাদী বাজার প্রদক্ষিণ করে এবং বেপারী বাড়ী মসজিদ পর্যন্ত গিয়ে মাদ্রাসা ক্যাম্পাসে এসে শেষ হয়৷ এতে নবীপ্রেমী শত শত মাদ্রাসা শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং ভারত সরকারের ধর্মবিদ্বেষী কার্যকলাপের তীব্র প্রতিবাদ জানান।

মিছিলটিতে স্লোগানে স্লোগানে মুখরিত ছিলো- বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান,তোমার নেতা আমার নেতা, বিশ্ব নবী মোস্তফা,রামগিরির দুুই গালে, জুতা মারো তালে তালে,দুনিয়ার মুসলিম, এক হও লড়াই করো, ইসলামের শত্রুরা, হুশিয়ার সাবধান৷

মাদ্রাসা শিক্ষার্থীরা বলেন, আমরা মুসলমানরা কখনোই এ ধরনের অবমাননা সহ্য করবো না। ভারতের সরকারকে দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের অতিদ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের ফাঁসি চাই।

মিছিল শেষে বক্তারা বলেন, ভারতীয় পুরোহিত রামগিরি ও বিজেপি নেতাকে অনতিবিলম্বে আন্তজার্তিক আদালতে মাধ্যমে আইনের আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করার জন্য ভারত সরকারের প্রতি আহবান জানায়৷

স্টাফ করেসপন্ডেট, ১ অক্টোবর ২০২৪